কিছু তথ্য যা আপনাকে অবাক করবেই!

আমরা ঘুম থেকে ওঠার পর ঘুমানোর আগ পর্যন্ত অনেক কিছুই খেয়ে থাকি। যা আমাদের শরীরে শক্তি যোগায়।
খাবার থেকে শক্তিতে রুপান্তর হয় পাচন প্রক্রিয়া বা হজম পদ্ধতিতে।
হজম প্রক্রিয়ার অনেক কিছুই আমাদের অজানা। আজ আপনাদের এমন কিছু অজানা তথ্য দিচ্ছি যা অবাক করবেই।


পেটে খাবার যেতে মাধ্যাকর্ষণ দরকার হয় না





আপনার পেটে খাবার যেতে মাধ্যাকর্ষণ দরকার হয় না। ভাবছেন কীভাবে?

নিউটন আবিস্কার করে গেছেন মধ্যাকর্ষণ বলের কারনেই কোন কিছু উপরের দিকে না গিয়ে সোজা নিচে পড়ে। কিন্তু আপনি যদি মাথা নিচের দিকে আর পা উপরে দিয়ে ও খাবার খান তাহলে সেটা আপনার পেটেই যাবে। বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখুন তাহলে (এটি করতে সতর্কতা প্রয়োজন)।

Post a Comment

0 Comments